ব্রণের জন্য নিম পাতার ব্যবহার
অনেক আগে থেকেই নিম পাতা বিভিন্ন চিকিৎসার জন্য মানুষ ব্যবহার করে আসছে । শুধু মাত্র নিম গাছের পাতা নয় এই গাছের প্রায় সব কিছুই আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে আসছি এত দিন । এর মধ্যে আজকে আমরা জানব ব্রনের জন্য নিম পাতার ব্যবহার । নিচে বিস্তিতি সংক্ষেপে ভালোভাবে লিখা আছে যাতে আপনি বুজতে পারেন।
অনেক বছর আগে থেকেই নিম গাছের সাথে মানুষের সম্পরক। নিম পাতার ভিতরে অনেক রোগের চিকিৎসা রয়েছে । সাধারণত নিম গাছ পুরোটাই ঔষুধ হিসাবে বিবেচনা করা হয়। এর বাখল,ছাল,পাতা,সিকর ইত্যাদি ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের রোগের ঔষুধ হিসেবে । মুলত এর ভিতরে নিম পাতার উপকারিতাই বেসি।
ব্রণের জন্য নিম পাতার ব্যবহার করার জন্য যা আপনার যানা দরকার সেগুলা নিচে সুচি তে দিয়া আছেঃ
- নিম পাতার ব্যবহার
- ব্রণের জন্য নিম পাতার ব্যবহারের ফলাফল
- নিম পাতার আরো অন্যআন্য উপকারিতা
- নিম পাতা ব্যবহার এ সাবধানতা
- আমার নিজের কিছু মতামত ব্রণের জন্য নিম পাতার ব্যবহার
নিম পাতার ব্যবহার
নিম পাতার অনেক ব্যবহারই আছে তার ভেতরে একটি হলো ব্রনের জন্য নিম পাতার
ব্যবহার।
সাধারণত নিম পাতার ভিতর অনেক ধরনের অ্যানটিব্যটেরিয়া থাকে যার মাধ্যমে
মুখের ব্রন এবং ফুসকুরি সারাতে অনেক টা কার্যকর । ব্রনের জন্য নিম্পাতা বাবহারের
নিয়ম হলো আপনার বাসার আসে পাসে থেকে নিম গাছ থেকে কিছু কচি পাতা
পেরে।
তারপর শিল পাটা অথবা ব্যালেনডার দিয়ে এই নিম পাতা একটা পেস্ত বানিয়ে নিবেন।
সেই পেস্ট ১০ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখবেন এবং এই সময় পর মুখ ধুয়ে ফেলবেন।
ব্রনের জন্য নিমের পাতা ব্যবহারের কোনো নির্দিষ্ট সময় নেই আপনার ইচ্ছা মত সময়
পেলে লাগাতে পারেন। তবে এর ভালো সময় হলো রাতে ঘুমানর আগে বা সকালে ঘুম থেকে উঠার
পরে ব্রনের জন্য নিম পাতা ব্যবহার করতে পারবেন।
আরো পরুন ঃ চুলে চাউলের পানি ব্যবহার এর নয়ম
ব্রণের জন্য নিম পাতার ব্যবহারের ফলাফল
আপনি যেনে অনেক খুসি হবেন যে এর ফলাফল কত টা পরিমাণে ভালো । আপনি কোনো দিন
ভাবতে পারবেন না যে এর ফলাফল কটা অসাধারণ । নিম পাতা আপনার ত্বকের সংক্রমন যেমন
দাগ , চুল্কানি,ফাংগাল ইনফেসন হয়না । আপার মুখের কালো দাগ আস্তে আস্তে সেরে যাবে
এবং আপনার মুখ ফরসা ধবধবে হয়ে যাবে । আর যদি সাথে একটু মধু মিশিয়ে মাস্ক বানিয়েন
নেন তাহলে আর ভালো কাজ করবে ।
এই নিম পাতা আপনার ত্বকে ভিতর থেকে পরিস্কার করবে এবং আপনার ত্বকের মরা টিসু গুলু
পুনরায় জিবিত করে , এতে আপনার ত্বক অনেক উজ্জ্বল হবে এটা আমি নিজেও ব্যবহার
করে দেখেছি।
নিম পাতার আরো অন্যআন্য উপকারিতা
নিম পাতার উপকারিতা হলো রোপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শরীরে অ্যান্টি
- ব্যাকটেরিয়া , অ্যান্টি-ইনফ্লেমেটোরি, এই গুন গুলোর জন্য । আর এই গুন পেতে হলে
আপনাকে নিম পাতার রস বা পাতা খেতে হবে । আপনি যদি নিম পাতা এক গিলাস গরম পানির
সাথে মিসিয়ে খান তাহলে আপনার অনেক রোগ সেরে যাবে। ম্যালেরিয়া তারাতে ও অনেক ভালো
কাজ করে নিম পাতা পুরিয়ে এর ধোয়া আপনার ঘরের ভেতরে বা চারিদিকে ধোয়া টা
ছরিয়ে দিলে একটি মশাও থাকবে না । এর ফলে ম্যালেরিয়া ও হবেনা।
নিম পাতা পেটের সমস্যার সমাধান ও হজম শক্তি বারায় , অন্ত্র ও পরিস্কার রাখে ।
ডায়বেডিস এর রোগীর জন্য নিম পাতা একি মহাঔষুধ , এটি রক্তে শর্করার মাত্রা অনেক
কুমিয়ে দেয়। নিম পাতা দুরুত খত দূর করতেও অনেক টা সক্ষম । যেমন পোরা , কাতা, ঘা
,চুলকানি , ইতাদি।
নিম পাতা চুলের জন্য অনেক উপকারি চাইলে ব্যবহার করে দেখতে পারেন । এটি চুলের গোরা
মোটা করে , চুল কে শক্ত করে , ও মাথায় যদি কোনো ধরনের চুল্কানি বা ইনফেক্সন থাকে
তাহলে নিম পাতা অনেক ভালো কাজ করবে ।
নিম পাতা ব্যবহার এ সাবধানতা
নিম পাতা ব্যবহারে কিছু সাবধানতা মেনে চলুন ।
যেমন ঃ ১ অতিরিক্ত নিম পাতা বা রস খাবেন না
এতে আপনার শারীসারিক সমস্যা হতে পারে।
২ গর্ভবতী মহিলারা সাবধানতা
বজায় রাখতে হবে প্রয়োজনে ডাক্তার এর পরামর্ষ নিবেন।
৩ টানা একবারে ৭
দিন এর অধিক খাওয়া জাবে না । সর্বদা সতর্ক থাকবেন ।
আমার নিজের কিছু মতামত ব্রণের জন্য নিম পাতার ব্যবহার
আমি ব্রণের জন্য নিম পাতার ব্যবহার করেছি ফলাফল ও অনেক ভালো পেয়েছি
। তাই বলতে পারি আপনি ব্রণের জন্য নিম পাতার ব্যবহার করতে পারেন ।
তারপরেও সাবধানতার জন্য আমার মতে আপনার সব কিছুই এক জন অভিজ্ঞা ডাক্তার এর পরামস
নিন ভালো হবে ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url